নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বুধবার দিল্লীতে অনুষ্ঠেয় বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে। তিন বড় নেতা যোগ দিতে রাজি না হওয়ায় বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আগামী ১৮ ডিসেম্বর বৈঠক হবে বলে জানা গেছে।
কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৬ ডিসেম্বর বৈঠক ডেকেছিলেন।
এসব নেতা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন:-6
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছিলেন। তিনি বাংলায় ইতিমধ্যে নির্ধারিত কর্মসূচির কথা উল্লেখ করেছিলেন। এখন খবর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও বৈঠক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও বৈঠকে যোগ দিতে অস্বীকার করেন।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী মমতা রাজভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ‘আমি ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর উত্তরবঙ্গ সফর করব। ৬ ডিসেম্বর বৈঠকের তারিখ সম্পর্কে আমার জানা ছিল না। আমি যদি মিটিং এর তারিখ সম্পর্কে আগে থেকে জানতাম, তাহলে আমি আমার ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ করতে পারতাম।’ তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
আসন ভাগাভাগির ওপর জোর দিচ্ছেন:
রবিবার পাঁচটি রাজ্যের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটে আসন ভাগাভাগি নিয়ে শোরগোল বেড়েছে। এমন খবর পাওয়া গেছে যে দিল্লী এবং পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি ধারাবাহিকভাবে আসন ভাগাভাগি নিয়ে কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত এটি নিয়ে কোনও বড় আলোচনা হয়নি। এখন অন্তত দুটি দল তাত্ক্ষণিকভাবে আসন ভাগাভাগির ফর্মুলা ঠিক করার কথা বলেছে বলে জানা গেছে।