HomeNewsঅন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায়...

অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

spot_img
- Advertisement -

অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।অন্ডাল, পশ্চিম বর্ধমানঅন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওই এলাকার ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়ায়।ওই এলাকার ব্যবসায়ীরা জানান যে আমরা যখন রাত তিনটার সময় দোকান খুলতে আসি তখন দেখি আমাদের দোকানে চুরি হয়েছে। এবং দেখা যায় এডবেস্টার এর চাল ভেঙে চোরের দল দোকানের ভেতরে ঢোকে এবং পরপর 5 থেকে 6 টি দোকানে চোরের দল চুরি করেছে। তারা ক্যাশ বাক্স বেশি পরিমাণ টাকা না পাওয়ায় তারা দোকানের বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়।তারপরে আমরা পুলিশকে খবর দি এবং তার পরে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।তারা আরো জানান চুরির ঘটনা এই প্রথম নয় বছরে একাধিক বার এধরনের চুরির ঘটনা ঘটে থাকে।পুলিশকে জানিয়ে ও কোন লাভ হয় না।অন্ডালের পরাশকোল এলাকায় বারবার এই ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার ব্যবসায়ীরা।ঘটনাটি তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।অন্ডাল থেকে সুব্রত বাউরীর রিপোর্ট

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments