কালিয়াগঞ্জ: অবিভক্ত বাংলার হরিপুর জমিদার পরিবারের হাতে শুরু হয় কালিয়াগঞ্জের কুজিয়া গ্রামের চন্ডিমায়ের মন্দিরে বাসন্তী মায়ের পুজা।বাসন্তী মায়ের পুজো ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি । কোভিড অতিমারি কাটিয়ে জন জীবন স্বাভাবিক ছন্দে ফিরতেই এই বাসন্তী পূজোকে ঘিরে চার গ্রাম এলাকায় উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে।কালিয়াগঞ্জের বোঁচা ডাঙ্গা পঞ্চায়েতের কুঁজিয়া চন্ডীমন্দিরে এই বাসন্তী মায়ের পূজোর বয়স হল আনুমানিক ৪শো থেকে সারে ৪শো বছরের পুরনো পূজা। কুঁজিয়ার বাসন্তী পূজো চার গ্রামের সার্বজনীন পূজো নামে পরিচিতি। চার গ্রাম হল আটঘড়া, কুজিয়া, মহাগাঁও এবং মুজিয়া ।এই পুজোর সঙ্গে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা