নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :ও এস এফ প্রযোজিত বেশ কিছু চলচ্চিত্র পরিচালকের হাত ধরে ফ্রেন্ডস টিভিতে ধারাবাহিক আসতে চলেছে।তারই প্রস্তুতির জন্য প্রথম কলকাতা সহ দুই ২৪ পরগনা, বীরভূম, মালদা, হাওড়া থেকে নবীন ও প্রবীণ এবং শিশু অভিনেতা-অভিনেত্রী তারা এই অডিশনে অংশগ্রহণ করেছিল। এই অডিশনে অংশগ্রহণ করেন ৫০ জন । এদিন উপস্থিত ছিলেন ও এস এফ- এর প্রযোজক পরিচালক শ্রীদাস, চলচ্চিত্র পরিচালক সুদীপ নাগ ও প্রলয় সেনগুপ্ত অভিনেতা মানিক সিংহ ,ফ্রেন্ডস টিভির সিইও চান্দ্র্রিয়া ভট্টাচার্য, হাউসের ইনচার্জ সুজয় পান্ডে। শ্রীদাস বলেন, নতুনদের বিশেষ করে সুযোগ করে দেওয়া লক্ষ্যে, এই ধারাবাহিক চলবে এবং সাথে সাথে প্রবীণ অভিনেতা-অভিনেত্রীদের সহযোগে সাহিত্য নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন এবং এছাড়াও বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আসতে চলেছে এই সংস্থা এবং জেলায় জেলায় অডিশন খুব শিগ্রই শুরু হতে চলেছে।