HomeNews“আইলো উমা বাড়িতে” – সুরে ও আবেগে মা দুর্গাকে বরণ

“আইলো উমা বাড়িতে” – সুরে ও আবেগে মা দুর্গাকে বরণ

spot_img
- Advertisement -

শহর যখন আলোকোজ্জ্বল হয়ে উঠছে আর বাতাস ভরে উঠছে শিউলি ফুলের গন্ধে, তখন Amaladityas Films & Creative Works বাংলার জন্য নিয়ে আসছে উৎসবের এক সুরেলা উপহার। বহু প্রতীক্ষিত সঙ্গীত ভিডিও “আইলো উমা বাড়িতে” উদ্বোধন হলো ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সল্টলেকের Check & Mate Café-এ।

একটি হৃদয়স্পর্শী পুজোর গান, “আইলো উমা বাড়িতে” তুলে ধরেছে দুর্গাপূজোর আসল মর্ম—মা-কে বরণ, আনন্দ, নস্টালজিয়া আর একাত্মতার আবহ। এই গান শুধুমাত্র সুর নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতার মিলনে গড়া এক আবেগঘন যাত্রা।

সঙ্গীত ভিডিওটিতে অনবদ্য অভিনয়ে ধরা দিয়েছেন মিষ্টি সিংহ রায় ও সৌমী মুখার্জী। কণ্ঠ দিয়েছেন সৌমী মুখার্জী, যাঁর সুরেলা গলায় জীবন্ত হয়ে উঠেছে কথাগুলো। সুরারোপ করেছেন অমিত মিত্র আর গান লিখেছেন অর্পণ সানা—সুর ও কথার এক অনবদ্য সংমিশ্রণ।

চিত্রনাট্য রচনা ও পরিচালনায় আছেন শ্রীকান্ত জার প্রিন্স এবং প্রযোজক কেশবানন্দ মুখার্জী। তাঁদের স্বপ্ন এই প্রকল্পকে শুধুমাত্র একটি গান নয়, বরং দুর্গাপূজোকে কেন্দ্র করে এক বৃহৎ সাংস্কৃতিক উদযাপন হিসেবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া।

গানটি মুক্তি পেয়েছে Amaladityas Films-এর অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে, ফলে বাংলা ও বাংলার বাইরে বসে থাকা দর্শকরাও “আইলো উমা বাড়িতে”-র সুরে মাতোয়ারা হতে পারবেন। পাশাপাশি গানটির অডিও ট্র্যাক পাওয়া যাবে Spotify, iTunes, JioSaavn, Amazon Music সহ শীর্ষ সংগীত প্ল্যাটফর্মগুলোতে, বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে।

উৎসবের রঙে রঙিন ভিজ্যুয়াল আর ভক্তির সুরে ভরা সংগীতে এই ভিডিও হয়ে উঠবে এ বছরের দুর্গাপুজোর অন্যতম প্রিয় সাউন্ডট্র্যাক।

মুক্তি উপলক্ষে নির্মাতারা বলেন, “দুর্গাপূজা শুধু আচার নয়, এটি আবেগের এক মিলনমেলা। প্রতিটি বরণ, প্রতিটি ঢাকের শব্দ, প্রতিটি হাসি পরিবারের ও বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ। ‘আইলো উমা বাড়িতে’ আমাদের এক আন্তরিক প্রয়াস, যাতে এই উৎসবের জাদু ধরা পড়ে গানে ও দৃশ্যে।”

এই পুজোয় সুর হোক ঘরে ফেরার সঙ্গী। আনন্দ, নস্টালজিয়া আর ভক্তির সুর হয়ে উঠুক “আইলো উমা বাড়িতে”।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments