আগামী দশ ডিসেম্বর সমরেশ বসুর জন্মশতবর্ষের সূচনালগ্নে প্রিয় সাহিত্যিককে শ্রদ্ধা জানাতে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। নৈহাটি সিনেমা হলের পিছনে একদা-স্থিত সমরেশ বসুর বাসভবন থেকে নৈহাটির বিভিন্ন পথ পরিক্রমা শেষে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের বাসভবনে এই পদযাত্রা শেষ হবে। সাহিত্য সংস্কৃতির আপামর ব্যক্তিবর্গের কাছে সমস্ত সমরেশ অনুরাগীবৃন্দের কাছে আমাদের আন্তরিক আবেদন আপনারা আসুন, এই পদযাত্রার সামিল হোন ও প্রিয় সাহিত্যিককে অন্তরের শ্রদ্ধা নিবেদন করুন।
ঠিক বিকেল তিনটে থেকে এই পদযাত্রার শুভারম্ভ হবে।