নিজস্ব প্রতিনিধি(রজত রায়): ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে। বাংলা বনধের ডাক দিয়ে, বিনপুর থানার অন্তর্গত কাকু অঞ্চলের ভান্ডারপুর গ্রামে মাওবাদী পোস্টার দেখা যায় আজ, রবিবার। পেশাল হোম গার্ড পদে ‘ ক্রিমিনালদের ‘ চাকরি দেওয়ার প্রতিবাদে এই পোস্টার পড়েছে।এর পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগও তোলা হয়েছে পোস্টারে। আগামী ৮ এপ্রিল এই নিয়ে বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।উল্লেখ্য, এর আগেও যখন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত বসু গ্রেফতার হয়েছিল সেই সময়ও বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। সেই সময় বনধে ভাল প্রভাবও পড়েছিল জঙ্গলমহলে।এরপর আবার ৮ এপ্রিল মাওবাদীরা বনধ ডাকায় বিষয়টি নিয়ে বেশ চিন্তিত পুলিশ প্রশাসন। জঙ্গলমহল এলাকায় এই বনধের প্রভাব পড়বে কি না, তা নিয়ে যেমন চর্চা চলছে, সেই সঙ্গে এলাকায় মাওবাদীরা ফের একবার সক্রিয় হয়ে উঠছে কি না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।কিছুদিন আগেই নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে মাওবাদী রাজ্য কমিটির সদস্য জয়িতা দাসকে গ্রেফতার করা হয়। বুধবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা তাঁকে গ্রেফতার করেন।এমনকী উত্তর ২৪ পরগনার বারাসত এলাকাতেও সাম্প্রতিক অতীতে মাওবাদী পোস্টার দেখা গিয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে শিলদাতে মাওবাদী পোস্টার দেখা গিয়েছিল।সেই পোস্টার আবার সাধারণত, যেমন লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার দেখা যায়, তেমন নয়। রীতিমতো ছাপার হরফে প্রিন্ট করা পোস্টার দেখা গিয়েছিল শিলদায়।