মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে প্রায় সমস্ত জায়গাতেই পালন হচ্ছে বিজয়া সম্মেলনী। আজ উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুর নোয়াপাড়া শহর(১) – এ পালন হল বিজয়া সম্মেলনী । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মলয় ঘোষ (পৌরপ্রধান),শ্রী সত্যজিৎ ব্যানার্জী ( উপ পৌরপ্রধান) ,শ্রী প্রদীপ বসু (সভাপতি নোয়াপাড়া শহর ১ তৃণমূল কংগ্রেস) ও পৌর পরিষদ সদস্য উত্তর ব্যারাকপুর পৌরসভা, সঞ্জীব সিং (পৌরপরিসদ সদস্য, উত্তর ব্যারাকপুর পৌরসভা) ,ধীমান দাস (পৌরপিতা),সোমনাথ চ্যাটার্জী এছারাও উপস্থিত ছিলেন পৌরমাতা শ্রীপর্ণা রয় ,শিপ্রা চক্রবর্তী,অঞ্জনা দে,সর্মিষ্ঠা মণ্ডল ।এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সমস্ত নেতৃত্ববৃন্দরা।