HomeOfbitআজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দিনটি কেমন কাটবে আপনার জানুন, রইলো রাশিফল...

আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দিনটি কেমন কাটবে আপনার জানুন, রইলো রাশিফল (07.09.2023):

spot_img
- Advertisement -

মেষ:- এদিন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। চাকরিজীবিদের একটু সাবধান হওয়া প্রয়োজন। কোনও বিশেষ ব্যক্তি প্রতারণা করতে পরে। এদিন কারও সঙ্গে কোনও ধরনের অর্থ লেনদেন করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

 

বৃষ:- দিনটি ভাল যাবে, শান্তিপূর্ণ কাটবে দিনটি। পরিবারে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ইতিবাটক পরিবেশ বজায় থাকবে। ছোটখাট কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবস্য়ায়ীদের জন্য শুভ দিন।

 

মিথুন:- এদিন কাজের চাপে ক্লান্তি আসতে পারে। কাজের মাঝে বিশ্রাম নিতে ভুলবেন না। মন শান্ত করতে বই পড়তে পারেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।

 

কর্কট:- নানা কাজের কারণে ব্যস্ততার মধ্যে কাটবে দিনটি। কঠোর পরিশ্রম করলে সব কাজ সময়ে শেষ হবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে।

 

সিংহ:- ব্যবসায়ীদের জন্য় দিনটি ভাল যাবে। ব্য়বসা সম্পর্কিত ভাল কোনও খবর পেতে পারেন। মন ভাল থাকবে। এদিন কোনও আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার সঙ্গী আপনার সঙ্গে ভাল ব্য়বহার করতে পারেন। পড়াশোনার ব্যাপারে মনোযোগ দেবেন।

 

কন‍্যা:- পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। তেমনটা করলে মনে শান্ত থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন। পুরনো কথা আলোচনায় উঠে আসবে। আড্ডার কারণে মন ভাল থাকবে।

 

তুলা:- পরিবারে কোনও সমস্যা হলে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে। এড়িয়ে যেতে পারলে বিতর্ক কমে যাবে। পরিশ্রম দিয়ে মানুষকে জবাব দিন।

 

বৃশ্চিক:- এদিনটি বিশেষ হতে চলেছে। পারিবারিক বিবাদে জড়াবেন না। ব্য়বসায়ীরা সতর্ক থাকবেন। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করলে সহজেই ব‍্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

 

ধনু:- এদিন কোনও সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রম করতে পারেন। পরিশ্রম করলে তার ফল মিলবেই। পেট বা মাথা ব্যথা সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনে চিকিত্‍সকের পরামর্শ নিন।

 

মকর:- দিনভর ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এমন কোনও কাজের দায়িত্ব পড়তে পারে যাতে কাজের চাপ বাড়বে। সর্তক হয়ে চলুন এদিন। অফিসের কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন। কোনওরকম ভুল এড়িয়ে চলুন। সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

 

কুম্ভ:- যে কাজই করবেন তাতে সাফল্য অর্জন করবেন। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, অকারণে কোনও তর্ক করবেন না। নয়তো তা কাজে প্রভাব ফেলবে। অকারণ কাজে ব্যস্ত হলে সময় ও অর্থ দুটোই নষ্ট হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

 

মীন:- দিনটি ভাল যাবে, কোনওকারণে খুশি থাকবেন। পরিবারের কোনও সদস্যের ভবিষ্যত নিয়ে উদ্বেগে থাকতে পারেন। কজের ক্ষেত্রে অনেক বাধা আসবে তবে সাহস হারাবেন না। পরিবারে অতিথির আগমন হতে পারে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments