হুগলী,সোমনাথ:- আজ ১লা জানুয়ারী আজকের দিনেই জন্মলাভ করেছিল বিপ্লবী যতিন্দ্র নাথ দাসের সহচর,অগ্নিযুগের বীর বিপ্লবী তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী ভূপতি মজুমদার এছাড়া ও আজ সর্ব্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস তাই আজকের এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হলো চুঁচুড়া শহর তৃণমূল যুব-কংগ্রেসের ব্যাবস্থাপনায় চুঁচুড়া র ঘড়ির মোড়ে । এইদিন সকাল ৭ ঘটিকায় বিধায়ক অসিত মজুমদার জাতীয় পতাকা উত্তোলন ও ভূপতি মজুমদারের কন্ঠে মাল্যদানের মধ্যদিয়ে অনুষ্ঠানে র সূচনা করেন। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গৌরী কান্ত মুখার্জী এবং পৌরসভার সকল কো-অর্ডিনেটর এবং দলের সমস্ত কর্মীবৃন্দ