HomeNewsআদালতের নির্দেশে বগটুই কান্ড নিয়ে সি বি আই তদন্ত শুরুর পর...

আদালতের নির্দেশে বগটুই কান্ড নিয়ে সি বি আই তদন্ত শুরুর পর এই নিয়ে মুখ না খুললেও আজ শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বগটুইকাণ্ড নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

spot_img
- Advertisement -
https://youtu.be/3uzGINO0RXE

দার্জিলিং ঃআদালতের নির্দেশে বগটুই কান্ড নিয়ে সি বি আই তদন্ত শুরুর পর এই নিয়ে মুখ না খুললেও আজ শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বগটুইকাণ্ড নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গভীর ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তদন্তে সিবিআইকে সবরকম সাহায্য় করা হবে বলে আশ্বাসও দিয়েছেন তৃনমুল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে বলেন , ‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছে কয়েকটি রাজনৈতিক দল। উন্নাও, হাথরস, লখিমপুরের ঘটনায় এখনও বিচার হয়নি। সেখানে সিবিআই নামানো হয়নি। অসমে এনআরসি নিয়ে কত লোকের মৃত্যু হল, দিল্লিতে কত লোক মারা গেল। কেউই বিচার পাননি। ত্রিপুরা, অসম, উন্নাও, দিল্লির হিংসায় আমাদের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি। নেতাইকাণ্ডে এখনও বিচার হয়নি। পাঁচটা আঙুল সমান হয় না। সব জায়গাতেই ভালো-খারাপ আছে। বাংলা সবচেয়ে শান্তির জায়গা “, বলে তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান।যদিও মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন উনি বগটুই হত্যালীলার থেকে মানুষের দৃষ্টি আড়াল করতে এসব বলছেন।আসলে উনি নিজে বিরোধী দল নেত্রী থাকাকালীন সব কান্ডের সি বি আই তদন্তের দাবি জানাতেন। এখন আদালতের নির্দেশে বগটুই হত্যাকান্ডের সি বি আই তদন্ত শুরু হওয়াতে আসল সত্য ঘটনা সামনে বেড়িয়ে আসবার ভয়ে এসব বলছেন। মানুষ সব বুঝতে পারছে বলে বিজেপির রাজ্য সভাপতি জানান।রবিবার কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী। অরূপ বিশ্বাস, শশী পাঁজা ও ইন্দ্রনীল সেন। তাঁদের সঙ্গেই মুখ্যমন্ত্রী চলে আসেন গোঁসাইপুরের সভায়। সেখান থেকেই তিনি এদিন বেশ কিছু মানুষের হাতে বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুএডেন্ট ক্রেডিট কার্ড, তপশিলী বন্ধু, জয় জোহর প্রকল্পের সুবিধা তুলে দেন।অপরদিকে পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি চাই, আগামী মে-জুনের মধ্যেই জিটিএ নির্বাচন হোক। আমি সেই কাজে তদারকি করতেই এখানে এসেছি। তিনদিন থাকব। পাহাড়ের দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে।” তাঁর এই বক্তব্যের পরই কার্যত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরেই মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এদিন তিনি মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করেছেন। ওই সব প্রকল্পের বাস্তবায়নে খরচ হয়েছে ১১০কোটি টাকা। সেই সঙ্গে জানান, রাজ্য সরকার এখনও পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজার দুয়ারে সরকার শিবির করেছে। সেখানে ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। তার মধ্যে ৪ কোটিরও বেশি মানুষ সেখানে থেকে পরিষেবা পেয়েছেন। প্রথমবার যখন দুয়ারে শিবির আয়োজিত হয়েছিল তখন ১৫ লক্ষ মানুষ পেনশানের জন্য আবেদন করেছিলেন বলে এদিন মুখ্যমন্ত্রী জানান। তিনি এটাও বলেন সেই সময় ওই সব পেনশানের আবেদন মঞ্জুর করে দিয়েছিল রাজ্য সরকার।এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়। তাঁর ৬ দিনের উত্তরবঙ্গ সফরের ৫দিন, কাটবে পাহাড়ে। তবে রবি বিকালে শিলিগুড়ি থেকে পাহাড়ের পথে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সড়ক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। যার মধ্যে ৩টি প্রকল্প রয়েছে জলপাইগুড়ি জেলাতেই। এই প্রকল্পগুলির উদ্বোধনের জেরে ডুয়ার্সের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতমানের হয়ে উঠবে। যার রেশ পড়বে এখানকার পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় অর্থনীতির ওপরেও। লাভবান হবেন সেখানকার আমজনতা থেকে ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্পপতিরাও।অন্যদিকে এবারের সফরে পাহাড়ের রাজনৈতিক দল হামরো পার্টির সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। আত্মপ্রকাশের পরই এই দলটিই দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করেছে। কথা হতে পারে কালিম্পং এর বিধায়ক রুদেন লেপচার সাথেও। সম্প্রতি রুদেন লেপচা মুখ্যমন্ত্রীকে দুপাতার চিঠি লিখে জিটি এ তে নয় জেলা পরিষদ গঠনের মধ্যমে পাহাড়ের উন্নয়নের ব্যাপারে চিঠি লেখেন। তাই মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় সফর অন্য মাত্রা রয়েছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments