আলিপুরদুয়ার ঃ জানাযায় এদিন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ষষ্ঠী বর্মন পদ্মেশ্বরী হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর জানতে পারে সে তার পরীক্ষার এডমিট কার্ড ভুলবশত বাড়িতে রেখে এসেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরীক্ষার্থী। বিষয়টি জানতে পেরে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের বাইক মোবাইল ওই ছাত্রটিকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে এডমিট নিয়ে এসে ছাত্রটিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। অবশেষে নির্দিষ্ট সময়ের প্রাকমুহুর্তে ছাত্রটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।অপরদিকে অ্যাপ রাইডের স্টাইলে পরীক্ষার্থীদের, কেন্দ্রে বাইকে পৌঁছে দেবে জেলা পুলিশ। আপনি যদি আলিপুরদুয়ার জেলার মাধ্যমিক পরীক্ষার্থী হন , আর বাস থেকে নেমে বা কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো পরিবহন পাচ্ছেন না, তবে কুছপরোয়া নেই । আপনার সমস্যা সমাধানে ,আপনাকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে জেলা পুলিশের তরফ থেকে ছেলেদের জন্য বাইক ও মেয়েদের জন্য মহিলা কনস্টবেল চালিত স্কুটির ব্যাবস্থা রাখা হয়েছে । অনেকটা অ্যাপ ভিত্তিক বাইক রাইডের মতন করা হয়েছে ব্যাপারটি। জেলা পুলিশের তরফ থেকে বেশ কিছু হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়েছে এই পরিষেবা দেওয়ার জন্য। কোনো মাধ্যমিক পরীক্ষার্থী পরিবহনের সমস্যায় কেন্দ্রে যেতে অসুবিধায় পড়লে , এই হেল্প লাইনে ফোন করলেই জেলা পুলিশের বাইক বা স্কুটি তৎক্ষণাৎ পৌঁছে যাবে সেই পরীক্ষার্থীর কাছে । তারপর তাকে বাইকে চড়িয়ে অনেকটা থ্রি ইডিয়টের স্টাইলে পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রে। শুধু তাই নয়, মাধ্যমিক পরীক্ষার সময় যাতে কতজন কোনো রকম পথ অবরোধ বা ওই ধরণের কিছু না হয় তার বিষয়ে অগ্রিম ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।