- বিংশ শতাব্দীর আন্তর্জাতিক চলচ্চিত্র ও তার পরিচালকেরা
একটি প্রতিভাস প্রকাশনা।
বিংশ শতাব্দীর চলচ্চিত্রের যে দশজন শিল্পী এবং পরিচালককের কথা এই গ্রন্থে উঠে এসেছে, তাঁদের প্রত্যেকেই মৃত্যুর পরবর্তী অংশকে নিজেদের জীবনে আত্মস্থ করতে চেয়েছেন। তাঁর মধ্যে কিছু পরিচালক জীবনের সীমা পেরিয়ে গিয়েছেন, কিছু পরিচালক আজও জীবনের পরিসরে আত্তীকরণ করতে চাইছেন ‘মৃত্যুর পরের অংশ’-কে। দুই মলাটের মাঝে ছয় ইউরোপীয়, তিন এশীয় এবং এক আমেরিকান সিনে-পরিচালক সম্পর্কে লেখা পড়লেই স্পষ্ট হয় তাঁদের কাজ, দেশের রাজনীতি ও সমকালীন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই, শিল্পীসত্তার তাড়না, নিজেকে প্রতিষ্ঠা করার ইতিহাস।
আগ্রহী পাঠকদের সুবিধার্থে নিম্নে সূচিপত্রটি উল্লেখ করা হল :
সূচিপত্র :
১। নাস্তিকের তরবারি
লুইস বুনুইয়েলের আশ্চর্য জীবন ও শিল্পবৃত্তান্ত
২। সামুরাই-এর হারাকিরি
আকিরা কুরোসাওয়ার সিনেমা ও জীবন
৩। পুতুলনাচে অশনিসংকেত
ইঙ্গমার বার্গম্যানের জীবন ও শিল্প
৪। দুরাকাঙ্ক্ষ দন কিহোতের সার্থক ভ্রমণ
ফেদেরিকো ফেল্লিনির বাস্তব ও পরাবাস্তব
৫। গভীরতর অসুখ ও অনন্ত সূর্যোদয়
জাঁ লুক গোদারের সিনেমা
৬। আতঙ্কের উপত্যকা ও একটি অলৌকিক দ্রুম
আন্দ্রেই তারকোভস্কির সিনেমা
৭। বাতাসে অক্ষয় মালবেরি
আব্বাস কিয়ারোস্তামির সিনেমা
৮। লাল টুকটুক নিশান এবং শ্বেত কবুতরের গপ্পোগাছা
ত্রিস্তফ কিশলভস্কির সিনেমা
৯। সময় সবুজ ডাইনি
কিম কি দুকের সিনেমা
১০। সংরক্ষিত স্মৃতির চলমান জাদুঘর
কোয়েন্টিন তারানতিনোর সিনেমা
১১। চলচ্চিত্রপঞ্জি
১২। নির্ঘণ্ট