HomeSportsউমেশের আগুনে স্পেল এবং রাসেলের ব‍্যাটিং ঝড়ে উড়ে গেল পঞ্চাব ব্রিগেড

উমেশের আগুনে স্পেল এবং রাসেলের ব‍্যাটিং ঝড়ে উড়ে গেল পঞ্চাব ব্রিগেড

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)আবারও জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে জয়ডঙ্কার বাজাল নাইটরা। আর এই জয়ের কৃতিত্ব অবশ্যই দেওয়া যায় উমেশ যাদব ও আন্দ্রে রাসেলকে।প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে পাঞ্জাব।শুরুতে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নে পাঠান উমেশ। এরপর ভানুকা রাজাপক্ষ শিবম মাভির প্রথম ওভারেই প্রচন্ড প্রহার করেন, যদিও সেই ওভারেই ভানুকাকে আউট করে দেন মাভি। কিন্তু তারপর উমেশ ও টিম সাউদি (২-৩৬) এর দুরন্ত বোলিংয়ে পাঞ্জাব মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যায়।শেষের দিকে কাগিসো রাবাডা (২৫) না খেললে আরও কম রানে গুটিয়ে যেত পাঞ্জাব। কিন্তু যে দল প্রথম ম্যাচে ২০০ এর অধিক রান তাড়া করেছিল, তাদের এত কমে গুটিয়ে দেওয়া সত্যিই কেকেআর বোলারদের বড় কৃতিত্ব।এরপর ব্যাট করতে নেমে শুরুতে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারকে হারায় কলকাতা। এরপর ভালো শুরু করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (২৬)। কিন্তু রাহুল চাহারের এক ওভারেই আউট হন শ্রেয়াস ও নীতিশ রানা। তারপর খেলা ধরেন দুই বিদেশী স্যাম বিলিংস ও আন্দ্রে রাসেল।এক দিক সামলে খেলছিলেন ইংরেজ এই উইকেটকিপার ব্যাটার, আর অন্যদিকে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। সেই পুরোনো ছন্দে দেখা যাচ্ছিল রাসেলকে, তবে এবার আরও বেশি দায়িত্বশীল। ৩১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল, যার মধ্যে মাত্র দুটি চার, আর আটটি বড় ছয় মেরেছেন তিনি। অপরদিকে বিলিংস ২৪ রানে অপরাজিত থাকেন। শেষে চার উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় নাইটরা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments