বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে। নির্ধারিত বোর্ডিং টাইমের থেকে মিনিট ১৫ দেরি করে ফেলেছিলেন। আর সেই জন্য ফ্লাইট-মিস! বাতিল ভিন রাজ্যে নায়িকার শুটিং। ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। নীতিবোধ নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন খ্যাতনামা ওই বিমান সংস্থাকে। এবার বিকেল গড়াতেই সেই বিমানবন্দর-কাণ্ড নিয়ে আরেকটি পোস্ট শ্রীলেখা মিত্রর। তাতেই সরগরম নেটদুনিয়া। শ্রীলেখা যদিও তাঁর পোস্টে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম করেননি। তবে, তাঁর লেখা দেখে আর কারও বুঝতে বাকি থাকেনি যে তাঁর নিশানায় ‘ঋতু’ ছাড়া আর কেউ নন! অভিনেত্রী লেখেন, “ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা..।” মঙ্গলবার সকালে ঋতুপর্ণার বিমানে না উঠতে পারার ঘটনা নিয়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছিল, তার ঘণ্টাখানেকের মধ্যেই শ্রীলেখা মিত্রর এমন পোস্ট। তাঁর পোস্টে সায় দিয়েছেন নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, বছর দুয়েক আগে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন শ্রীলেখা। সেই সময়ে টলিউডের অনেকেই তাঁর কথায় সায় দিয়েছিলেন। এবারও ঋতুপর্ণার বিমানে উঠতে না পারার পোস্টকে কটাক্ষ করেছেন শ্রীলেখা। তিনি অবশ্য এও জানান যে, “আমার এই পোস্ট আসলে কাউকে উদ্দেশ্য করে নয়। একবার আমার সঙ্গেও এমনটা হয়েছিল। নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেও বোর্ডিং গেট থেকে দূরে থাকায় পৌঁছতে পারিনি। আমাকে ছাড়াই বিমান উড়ে গিয়েছিল। কই তখন তো আমি কোনও পোস্ট করিনি!