HomeSportsএকটা নো বলে সব শেষ! আইসিসি-র মহিলা বিশ্বকাপ থেকে বিদায় মিতালি -...

একটা নো বলে সব শেষ! আইসিসি-র মহিলা বিশ্বকাপ থেকে বিদায় মিতালি – ঝুলনদের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার):একটা নো বলই ঘুরিয়ে দিল ম্যাচ। মহিলা বিশ্বকাপে (আইসিসি মহিলা বিশ্বকাপ) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকে হারতে হল ভারতকে। যার ফলাফলের ফল থেকে আমি আমার পরিবারের মেয়েরা। মিতালি রাজ, ঝুলন গোস্বামদের বিশ্বব্যাপী স্বপ্নও অধরাই থেকে গেল। খেলা নিজের শেষ চোট টার জন্য খেলনে না ঝুলন।ক্রাইস্টচাচের হ্যাগলি ওভালে টস জিতে ভারতে ব্যাট করার কথা বলার সিদ্ধান্ত নিন। শুরুটা বেশ ভালো করে ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ওপেনিং জু ৯১ রা জোড়েন। শেফালি ভার্মা ব্যক্তিগত ৫৩ রানে আউট হন। ইস্তিকা ভাটিয়া ব্যক্তিগত ২ রানে ফেরেন। ফিরে যাওয়ার পরে স্মৃতি মান্ধা ও মিতালি রাজ ৮০ রাতার নারশি দ্রুত একন। ব্যক্তিগত ৭১ রানে ফেরেন স্মৃতি মান্ধানা (স্মৃতি মান্ধানা)। আপনি এখানে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন মিতালি (মিতালি রাজ) ও হরমনপ্রীত। মিতালি ফেরেন ৬৮ রানে। পূজা বস্ত্রকার আউট হন ব্যক্তিগত ৩ রানে। রিচাও ঘোষ (৮) শুরু হন। হরমনপ্রীত ভাল খেল পাল্টাশ করতে পারেন। ৪৮ রানে থামেন তিনি। এক সময় অবশ্য মনে হয়েছিল ভারত তিনশো ছুঁতে পারবে। সেই জায়গায় ৭ ভারত করে ২৭৪ রান।অনেক যত্ন সহকারে বোলিংই ফল অন্য হতে পারে। কিন্তু ক্রিকেট দেবতা আজ শারীরিক সহায় ছিলেন না। অনেক লরা উলভার্ট (৮০), মিগন ডু প্রিজ (৫২ নট আউট) এবং লারা গুডলরাই (৪৯) শেষ হাসি।৪০ ওভারে ২২৩ রানা লেখা দিয়েছিলাম ভারত। কিন্তু শেষ ৬০ বলে মাত্র ৫১ রান হয়। এই জায়গায় পিছিয়ে পড়েন মিতালি রাজরা। তবে তা জেতা যেত। কিন্তু শেষ ওভারে স্পিনার দীপ্তি শর্মার নো-বলে সব শেষ হয়ে যায়। সেই সঙ্গে শেষ হয়ে যায় মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর বিশ্বকাপ জেতার আশাও। কারণ দু’জনেই আজকে শেষ ফলাফল প্রয়োগ করুন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments