তৃণমূল কংগ্রেস নেত্রী কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেন। ৩ নির্দল কাউন্সিলরের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে বড় বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, যে তিন ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানিয়েছিলেন তাঁরা আজ যোগ দিচ্ছেন না। বলা ভাল তৃণমূল কংগ্রেস এখনই তাঁদের ফিরিয়ে নিতে চাইছে না। এই নিয়ে নতুন করে জল্পনা তৈির হয়েছে। তাহলে নির্দল তিন কাউন্সিলর কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধবেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।