এসো হে বৈশাখ এসো হে বৈশাখ নতুন রূপে নতুন সাজে এই বাংলার মাটিতে ফিরে এসো, সারাবিশ্বের এত হানাহানি রক্তের মধ্যে আজ আমরা চলে এসেছি বারাইপুরে প্রবল শান্তির অক্সিজেন নিতে এবং আপনাদের সাথে ভাগ করে নিতে, হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজ আমরা উপস্থিত আছি, সারাবাংলা শিশু সংস্থার প্রাঙ্গণে, এত রক্ত হানাহানি প্রতিশোধ, প্রতি হিংসা সবকিছুর মধ্যে ব্যতিক্রম উল্টো চিত্র তুলে ধরেছেন এই সংস্থাটি, প্রবল সতেজ প্রাণ জাগিয়ে তুলেছেন এই সংস্থাটি, প্রতিদিনই আমরা সত্য খুঁজতে বেরিয়ে পড়ি আজও তেমন বেরিয়ে পড়েছি বারাইপুরে সারাবাংলা শিশু সংস্থা প্রাঙ্গণে, আপনারা দেখছেন রিপোর্টার সুজাতা দে সাথে ক্যামেরায় দেবজিত মজুমদার New Bharat 24 Hrs সঙ্গে থাকুন দেখতে থাকুন।