HomeKolkataএস এস সি, গ্রুপ ডি চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার মধ্যেই...

এস এস সি, গ্রুপ ডি চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার মধ্যেই ফের দক্ষিন দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে চাকরির নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো বালুরঘাটে

spot_img
- Advertisement -
https://youtu.be/W8gi6rkp-Jo

বালুরঘাট ঃ এস এস সি, গ্রুপ ডি চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার মধ্যেই ফের দক্ষিন দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে চাকরির নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো বালুরঘাটে।আর এই নিয়োগের প্যানেল অবিলম্বে বাতিল করে জেলার শিক্ষিত যুবক যুবতিদের নিয়োগ করার দাবি ওই কো-অপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখিয়ে ধর্নায় বসল দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চা। যদিও যুব মোর্চার বিক্ষোভ কর্মসুচি কিন্তু এই ধর্না কর্মসুচীতে অংশ নিয়েছেন জেলা বিজেপির সভাপতি থেকে অনান্য কর্মকর্তা থেকে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিশেক সেন গুপ্তর অভিযোগ দক্ষিন দিনাজপুর সেন্ট্রাল কো অপেরেটিভ ব্যাংক ক্রমেই তৃনমুলের আখড়া হয়ে পড়েছে। এর পরিচালন মন্ডলির চেয়ারম্যান এই দুর্নীতির দায় এড়াতে পারে না। আমরা গতকাল তার কাছে এর সদুত্তর চেয়ে ছিলাম তা তিনি দিতে পারেন নি। যুব মোর্চার সভাপতির আরও অভিযোগ এই কো-অপেরেটিভ ব্যাংকের পক্ষ থেকে ১১ জনকে কম্পিউটর ডাটা এন্ট্রি পদে নেওয়া হবে বলে সংবাদ পতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেক্ষেত্রে ব্যাংক কর্তিপক্ষ ১৯ জনকে কি করে চাকরির নিয়োগ প্যানেলে নাম প্রকাশ করল। সে নিয়ে ব্যাংক কর্তিপক্ষের কোন উত্তর নেই। তার উপর এই সব প্যানেলে থাকা প্রার্থীদের কম্পিউটরের টাইপিং স্পিড পরীক্ষা আদৌ করা হয়েছে কিনা জানা নেই। অথচ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল তা করা আবশ্যিক। এর পরেই যুব মোর্চার সভাপতি তৃনমুল পরিচালন সমিতির এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন যারা বালুরঘাট পুরসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে তৃনমুলের হয়ে কাজ করেছিল তাদের এই নিয়োগ প্যানেলে নাম রয়েছে। তিনি নিজে ১২ নম্বর ওয়ার্ডের পার্থী ছিলেন তাই জোর দিয়ে বলছেন ১২ নম্বর ওয়ার্ডের দুই তৃনমুলের কর্মীর নাম এই তালিকাতে স্থান দেওয়া হয়েছে যেমন অনান্য ওয়ার্ডের তৃনমুল কর্মীদের নাম রয়েছে তালিকায়। এ ছাড়াও তার আরো অভিযোগ এছাড়াও এই ব্যাংকের তৃনমুল কর্মী ইউনিউওনের নেতা ও পরিচালন মন্ডলীর নিজের আত্মীয়দের নাম রয়েছে এমনকি ব্যাংকের এক প্রভাবশালী তৃনমুল নেতার নিকিট আত্মীয়রাও তৃনমুল কাউন্সিলরদের আত্মীয়দের জেলার বেকার শিক্ষিত যুবক যুবতিদের বঞ্চিত করে এই চাকিরির নিয়োগ প্যানেলে স্থান করা দেওয়া হয়েছ বলে মোর্চা সভাপতি অভিযোগ করেন।তার দাবি যে ভাবে এস এস সি ও গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে সি বি আই তদন্ত শুরু হয়েছে। সেরকম এই দুর্নীতির ও সি বি আই তদন্ত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি জেলার অগনিত শিক্ষিত বেকার যুবক ভাই বোনদের জন্য অবিলম্বে এই প্যানেল বাতিল করে নতুন করে আবেদন জমা নিয়ে জেলার বেকারদের এই চাকরি পাইয়ে দেবার দাবিতে তারা এই ধর্না বিক্ষোভ কর্মসুচীতে অংশ গ্রহন করেছে বলে তিনি জানান। তিনি জানান তারা আগামী সোমবার জেলা শাসকের নিকট এই একই দাবি জানাবেন।যদি প্রশাসন দ্রুত এই প্যানেল বাতিল না করে তবে জেলা বিজেপির যুব মোর্চা জেলার শিক্ষিত বেকার যুবক যুবতিদের জন্য বৃহৎত্তর আন্দোলনে নামিবে বলে তিনি হুশিয়ারি দেন।এদিকে জেলার শতাব্দী প্রাচীন এই কো- অপেরেটিভ ব্যাংকটি বাম আমল থেকেই নানা ঋন পাইয়ে দিয়ে তা শোধ না হওয়ার জন্য দুর্বল হয়ে পড়ছে দিন দিন। তবু ও শহর ও গ্রামের মানুষ কিছুটা হলেও শতাব্দী প্রাচীন এই ব্যাংকটির উপর এখনও ভরসা রেখে তাদের লেনদেন সংগঠিত করে চলেছে। এরপর যদিও বেশি লোক নিয়োগ করে তাদের বেতন দিতেই চলে যায় তো আরও দুর্বল হয়ে পড়ার আশংকা থাকায় তাই বিষয় নিয়ে জনমানসেও চিন্তার ভাজ পড়েছে

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments