শ্রী দাস পরিচালিত বাংলা মিউজিক ভিডিও এলবাম “”নতুন জীবন “” প্রতীক কর্মকারের সংগীত পরিচালনায় এবং কণ্ঠে প্রতীক কর্মকার স্বয়ং ও বিদিশা ঘোষ। ৩/০৯/২০২৪ সমস্ত অডিও প্লাটফর্মে। প্রতীক কর্মকারের শুভ জন্মদিন উপলক্ষে এই মিউজিক টি মুক্তি পেতে চলেছে “” নতুন জীবন”” রুপা নন্দী ও অভিষেক দত্ত এই জুটির পরপর ওম স্বস্তি ফিল্মস এর ব্যানারে এবং রুপা নন্দীর প্রযোজনায় মিউজিক ভিডিও পরপর মুক্তি পেয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছে। রুপা নন্দী মডেলিং তার পাশাপাশি অভিনয় করে চলেছে অবিরাম। তার অভিনীত বেশ কয়েকটি টেলি ফিল্ম মুক্তির পথে তার মধ্যে উল্লেখযোগ্য “সুরের ঠিকানা “এই টেলিফিল্ম টি রূপসী বাংলা তে মুক্তি পেয়েছিল, আরো একটি মন কাড়া টেলিফিল্মে এ অভিনয় করেছেন রুপা নাম “বাজা” এই টেলিফিল্ম ইউটিউব এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে । বলে জানালেন পরিচালক