HomeEntertainmentকবি বিদ্যুৎ ভৌমিক"- এর একটি অসমাপ্ত বিমূর্ত কবিতা

কবি বিদ্যুৎ ভৌমিক”- এর একটি অসমাপ্ত বিমূর্ত কবিতা

- Advertisement -

কবি বিদ্যুৎ ভৌমিক”- এর একটি অসমাপ্ত বিমূর্ত কবিতা The Best of Poetry by Bidyut Bhowmick’s / Published by News Bharat 24 hrs 🎬_________________________ স্মৃতি দর্পণে হাত এগোলাম বিদ্যুৎ ভৌমিক 🖋️ ___________________কিছু একটা অন্য রকম লাগছিল ; তাই শরীরের বিপরীতে মন পিছিয়ে রয়েছে ! কথা গুলো কাঁপছে ভীষণ ভীরুতায় ,—- তবু যেন উল্টো হয়ে অন্য সময় ধরে আমার রাস্তা পাড় হওয়া ….. যদিও তোর শরীর ছুঁয়ে কতবার বলেছি ; তোর নদীতে বুকসাঁতার দেবার গল্প , যদিও না – না করে লাজুক গাম্ভীর্যে চেখেতে মিথ্যে এঁকেছি ভয় ; কতবার !ওধারের তারা ফোঁটা আকাশটায় অন্য রকম রঙ মেখে ছিল ,—- দূরে অকৃপণ জিজ্ঞাসায় চোখ ছিল স্থির ! এভাবেই উল্টো পৃষ্ঠায় আবছা – আবছা শব্দগুলো প্রতিদিনের দুর্ভাবনায় আরও অস্পষ্ট হয়ে চোখের ভিতর কপালমন্দ হয়েছিল !তোর চোখের মধ্যে যেই রেখেছি চোখ ; অন্য রকম সতর্ক হয়ে ছিল মন ! যদি তুই সহজ আচ্ছিল্যে মুখ ঘুরিয়ে নিস ,—– অন্তরালে দুঃখ পোড়া হাসি স্নান ঘরের দর্পণে আমাকে প্রত্যন্তে জ্বালায় – পোড়ায় ! যদি ভাসি হারিয়ে যাবার ঘুশিতে , মৃত্যুর মত অবুঝ কিছু নিঃশব্দ আমাকে চারপাশ থেকে ঢেকে রাখে অথৈ নির্জনে ! অন্য এক আঁধার করা নির্জনতা বারমাসের গল্প গুলো গুছিয়ে রেখেছে সুকৌশলে ,—– এর পরেও হাত এগিয়ে দিয়েছি ব্যাকুল আবেগে ; একমাত্র তোকেই ভালোবেসে !নতুন কিছু স্বপ্ন ; ঘুমন্তে আদিগন্ত ভালোবাসা ছাড়া ভীষণ কাঙল ,—- বৃষ্টির গন্ধ মেখে আকাশে উড়িয়ে দিয়েছিল নিজেদের ; কতবার কতভাবে ….. এই একবার হারিয়ে যেতে যেতে আড়াল করতে চেষ্টা করছিলাম ; আমাকে নিজেই ! একই রাস্তায় অপার্থিব হয়ে চলতে চলতে যোগ – ভাগ – গুণের শেষে জেগে ওঠে তোর ভালোবাসা না পাওয়ার কঠিন ব্যর্থতা ,—– অদূরে পুড়ছি আমি নির্ঘুম একক ! মুগ্ধ কিছু স্মৃতির ভিতর ধূসরতায় ঢাকা আমার সবটুকু আমিত্ব ; সেটাও নিস্পৃহতার আভরণে ঢাকা …… অথচ পরবর্তী রাস্তাটা পেরিয়ে যেতে স্বরচিত সময় কিছুটা দেরি করতেই ; এক হুতাশ দীর্ঘশ্বাস বুক ভেঙে বেরিয়ে এলো স্বপ্নভ্রষ্ট স্মৃতি গুলোকে নিয়ে ! শেষ বারের মত পুড়ছি শ্মশানে ! অন্য এক চিতার মধ্যে নিভৃতে ডুবে যাওয়া আমিটা নীরব চোখের জলে ভেসেছে অন্য এক স্বপ্ন দেখে !! 🔥 অ-স-মা-প্ত 🔥___________________________________________লেখনীকাল ১৫/০৪/২০০০স্থান ছায়ানীড়”- , কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসগৃহ হুগলী , শ্রীরামপুর , ভারত , পশ্চিমবঙ্গ ___________________________________________

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

AI Calculator

Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


This will close in 20 seconds