সাংবাদিক :সুজাতা দে
প্রতিবেদন : গত শনিবার, ১২ জুন, কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুমে খবর আসে যে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাত বছরের একটি শিশুকন্যার মধ্যে কোভিড-পরবর্তী কিছু গুরুতর জটিলতা দেখা দিয়েছে, যার চিকিৎসা সেই হাসপাতালে হওয়া সম্ভব নয়, যেহেতু শিশু চিকিৎসার সবরকম পরিকাঠামো সেখানে নেই। অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বুঝে চিকিৎসকরা মেয়েটির বাবা-মাকে পরামর্শ দেন, ইএম বাইপাসের ধারে অন্য একটি বেসরকারি হাসপাতালে তাকে যত দ্রুত সম্ভব স্থানান্তরিত করা হয়, যাতে তার যথাযথ চিকিৎসা হতে পারে।
কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুমে শিশুটির বাবা-মা ফোন করে জানায় তাঁদের পরিস্থিতির কথা। সেই খবর শুনে ই কলকাতা পুলিশ পৌঁছে দেয় কলকাতা তিলজলা ট্রাফিক গার্ডে, যেখানে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন ওসি, ইনস্পেকটর সৌভিক চক্রবর্তী। কন্ট্রোল রুমের সঙ্গে তিলজলা ট্রাফিক গার্ডের সমন্বয়ের কল্যাণে তৈরি হয় গ্রিন করিডোর, যার ফলে আলিপুর থেকে বাইপাসের হাসপাতালে খারাপ আবহাওয়া এবং অন্যান্য বাধা অতিক্রম করেও ছোট্ট রুগির অ্যাম্বুলেন্স পৌঁছে যায় মাত্র ১৫ মিনিটে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন শিশুটির উদ্বিগ্ন বাবা-মা। কলকাতা পুলিশের সকলের পক্ষ থেকে তার জন্য রইল দ্রুত আরোগ্য কামনা।