কলকাতা মডেলিং জগতের উজ্জ্বল নক্ষত্র ভিহান সিং। কলকাতার বেস্ট মডেল এবং বেস্ট কোরিওগ্রাফি ২০২৪ অ্যাওয়ার্ড পেয়েছেন ভিহান সিং।কর্মসূত্রে তিনি কলকাতার বাসিন্দা । সুপার মডেল ভিহাণ খুবই সুনামের সাথে অভিনয় এবং ড্যান্স কোরিওগ্রাফি করছেন দীর্ঘ ১৩ বছর বধরে। ভীহান সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন এবং মডেলিং করেছেন কলকাতা এবং মুম্বাইতে শিল্পা শেঠি,সায়ন্তিকা ব্যানার্জি,আরবাজ খান দের সঙ্গে। তিনি পেয়েছেন ২০২৪ সালের বেস্ট গ্রুমার এবং বেস্ট মডেল -এর পুরস্কার। গ্রামের বাড়ি বিহারের ছাপড়া জেলায় কিন্তু এখন থাকেন হাওড়ায়, সেখান থেকে কলকাতা এবং মুম্বাই পাড়ি। মডেলিং -এর জন্য মুম্বাই ডাক পরেছে বহুবার। খুব অল্প বয়স থেকে মডেল হওয়ার স্বপ্ন ছিলো সেই স্বপ্নের পথে ছিলো বহু বাঁধা । বলাই বাহুল্য সেই কঠিন লড়াই সে হাসি মুখে জয় করেছেন।ভিহান বাংলা কিংবা মুম্বাই ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কাজ করতে চায়।ভালো কাজ করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।