কার্শিয়াং ঃ পাহাড়ের জংগলে আগুন। জ্বলছে দাউ দাউ করে। নেভানোর নেই কোন উদ্যোগ। গ্রীষ্মের শুরুতে এরকম দৃশ্য দেখে উদ্বিবিগ্ন পরিবেশ বান্ধবজন। প্রতিবছর বর্ষার আগে এই সময়ে বনদপ্তর এর পক্ষ থেকেই জঙ্গলে পুরনো পাতা পড়ানোর উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। বর্ষার ঠিক আগে পুরনো পাতাবা ঝরা পাতা পুড়ে গেলে তার উপর বর্ষার জল পরলেই সেখানে সার তৈরি হয় এবং তার থেকেই জঙ্গলে নতুন গাছ জন্মাতে সাহায্য করে।কিন্তু কোনো কোনো সময়ে এই আগুন ভয়ানক রূপ নেয়। আজ কালিম্পং মহকুমার তিস্তা বাজারের পাশে তিস্তা নদীর ধার ঘেঁষে পাহাড়ে জঙ্গলে যেভাবে আগুন লেগেছে সেটা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দূর থেকে দেখলে মনে হয় গোটা পাহাড় আগুনে জ্বলছে। পরিবেশ প্রেমীরা সোচ্চার হয়েছে এভাবে আগুন লাগিয়ে পুরনো পাতার পড়ানোর নামে নতুন গাছ গুলোকে নষ্ট করার জন্য। অবিলম্বে তারা বনদপ্তর কাছে এই ধরনের আগুন লাগানোর বিরুদ্ধে হস্তক্ষেপের দাবি তুলেছে।