জাকের পার্টি, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক মরহুম অধ্যাপক খলিলুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরী জাকের পার্টি। কালিয়াকৈর উপজেলার সভাপতি জনাব সুলতান উদ্দিন সিকদার এর সভাপতিত্বে- অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ এইচ এম মাহফুজুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন- মোঃ মানিক সরকার- মোঃ বসির মাস্টার- খন্দকার সাখাওয়াত হোসেন- জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির বক্তব্যে বলেন – জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু, বিশ্বওলী, খাজাবাবা, ফরিদপুরী, কেবলাজান ছাহেবের ১৪৪৬ হিজরীর মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরিফ আরবি মাসের ৭ ই সফর – স্থান বিশ্ব জাকের মঞ্জিল- ২২রশি -সদরপুর -ফরিদপুরে অনুষ্ঠিত হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেবের পক্ষ থেকে, দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন। ডাঃ জুয়েল কবির আরো বলেন – যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান। যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান । তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। পৃথিবীর অবস্থা ভালো না। প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প, ঘোরাফেরা করছে । বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত আছে । চতুর্দিকে বিপদ আর বিপদ । তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন। এবং ৭ ই সফর- স্থান বিশ্ব জাকের মঞ্জিল -২২রশি- সদরপুর- ফরিদপুরে অনুষ্ঠিত হবে। সকলেই যোগ দিন বলেন ডাঃ জুয়েল কবির।