HomeCountryকাশ্মীরে ফের সা’ফ’ল্য পেলো সেনা, এনকাউন্টারে নি’কে’শ ৬ জ’ঙ্গি

কাশ্মীরে ফের সা’ফ’ল্য পেলো সেনা, এনকাউন্টারে নি’কে’শ ৬ জ’ঙ্গি

spot_img
- Advertisement -

এই এনকাউন্টারে ছয়জন জইশ জঙ্গি খতম হয়েছে। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি। পুলিশ টুইট করে জানিয়েছে, ছয়জন জঙ্গিই জইশ-ই-মহম্মদের সদস্য। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি, দু’জন স্থানীয় মানুষ এবং বাকি দু’জনকে চিহ্নিত করার কাজ চলছে।পুলিশের দাবি, নববর্ষের মুখে এটা বড়সড় সাফল্য। এদিন অনন্তনাগে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। একজন পুলিশ কর্মী গুলিতে আহত হয়েছেন। এখানে এক পাকিস্তানি জঙ্গি-সহ তিনজন মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। অনন্তনাগের এনকাউন্টার শেষ হওয়ার পরেই মিরহামা গ্রামে অপারেশন শুরু হয়। পুলিশের সন্দেহ, আরও এক জঙ্গি ওই এলাকায় আছে। তার তার খোঁজ চলছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments