1992 সালের তেসরা ডিসেম্বর বিশ্বের প্রথম এসএমএস পাঠানো হয়েছিল। বর্তমানে সেই মেসেজ নিলাম হল চড়া দামে। বিশ্বের প্রথম এসএমএস নিলামে তুললো ভোডাফোন।
বিশ্বের প্রথম মেসেজে কী লেখা ছিল? আজ থেকে প্রায় 29 বছর আগে প্রোগ্রামার নিল পাপওয়ার্থ তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে লিখে পাঠিয়েছিলেন মেরি ক্রিসমাস। এই টেক্সট মেসেজকে এবার এনএফটি রূপে তার ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি পেয়ে গিয়েছেন একটি সার্টিফিকেট। তার সঙ্গে একটি ডিজিটাল ছবি এবং ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ইনকামিং মেসেজের প্রতিরূপ রয়েছে।91 লক্ষ টাকা দিয়ে একজন ব্যক্তি বিশ্বের প্রথম এসএমএস কিনে নিলেন। এই মেসেজ বিক্রি করা হয়েছে নন ফানজিবল টোকেন এনএফটি হিসেবে। ব্লকচেইন নামের একটি ডিজিটাল লেজারে সংরক্ষিত ডেটল ইউনিটকে এই নামে ডাকা হয়। এবার সেখানেই বিশ্বের প্রথম মেসেজ বিক্রি হলো। বিশ্বের প্রথম মেসেজে কী লেখা ছিল? আজ থেকে প্রায় 29 বছর আগে প্রোগ্রামার নিল পাপওয়ার্থ তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে লিখে পাঠিয়েছিলেন মেরি ক্রিসমাস। এই টেক্সট মেসেজকে এবার এনএফটি রূপে তার ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি পেয়ে গিয়েছেন একটি সার্টিফিকেট। তার সঙ্গে একটি ডিজিটাল ছবি এবং ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ইনকামিং মেসেজের প্রতিরূপ রয়েছে।