বিভিন্ন দাবি নিয়ে এক আলোচনা সভা আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার এসোসিয়েশন । বৃহস্পতিবার হাওড়ার বিক্রম বিদ্যালয়ে নিজেদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিভিন্ন জেলার পদাধিকাররা এই সভায় উপস্থিত ছিলেন। মূলত ১২ দফা দাবি যেমন সমস্ত কুম্ভকার পরিবারকে পেনশন দিতে হবে, বিভিন্ন জেলার কুম্ভকার ক্লাস্টার বানাতে হবে, কুম্ভকারদের ও বি সি সার্টিফিকেট প্রদান করতে হবে, এই সব দাবি সহ আরো বিভিন্ন দাবি রাজ্য সরকারকে ডেপুটেশন হিসাবে দেওয়ার কথাও জানিয়েছে এই সংগঠন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি সহ আরো অনেকে।