কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতি এবং মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সারা ভারত বনধ্ ডাকা হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির ডাকা দু দিন ভারত বনধের সমর্থনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রথম দিন সোমবার বনধ্ সফল করতে সকাল থেকে পথে নামে বামপন্থীর শ্রমিক সংগঠন। এদিন বনধ্ এর বিরোধিতা পথে নামে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা।যাতে কোন প্রকার অপ্রিতিক কর ঘটনা না ঘটে সেই কারণে শহর জুড়ে পুলিশ মতায়ন করা হয়