HomeUncategorizedকেন্দ্র সূত্রে খবর :পাকিস্তান থেকে ভারতের নাগরিকত্ব পেতে , দীর্ঘ লাইনের সম্মুখীন...

কেন্দ্র সূত্রে খবর :পাকিস্তান থেকে ভারতের নাগরিকত্ব পেতে , দীর্ঘ লাইনের সম্মুখীন !

spot_img
- Advertisement -

সংসদ আব্দুল ওয়াহাব ভারতীয় নাগরিকত্বের জন্য বর্তমানে আবেদনকারীদের বিষয়ে বিশদে জানতে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সঙ্গে তিনি আরও জানিয়েছেন আফগানিস্তান, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল এবং বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন আপাতত মুলতুবি রাখা হয়েছে।গত 14 ই ডিসেম্বর 2021 সাল পর্যন্ত পাকিস্তান থেকে অন্ততপক্ষে প্রায় 7 হাজার 306 জন ব্যক্তি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন! ভারতীয় নাগরিকত্বের জন্য প্রাপ্ত আবেদনপত্র 10 হাজার 635টি। যার মধ্যে 70% পাকিস্তানি নাগরিক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেছেন 2018 থেকে 2021 সালের মধ্যে প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে থেকে 8244 টি আবেদন পাওয়া গিয়েছে যার মধ্যে তিন হাজার 117 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এছাড়াও 30শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত সাত বছরের রেকর্ড অনুসারে সাড়ে আট লক্ষেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।এরমধ্যে আফগানিস্তান থেকে 1152 টি আবেদন রয়েছে, 428 টি এমন আবেদন জমা পড়েছে যেখানে আবেদনকারীরা কোনও দেশের নাগরিক নন। এছাড়াও 223টি আবেদন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শ্রীলংকার, 18 টি আবেদন নেপাল থেকে এসেছে এবং 161 আবেদন বাংলাদেশ থেকে এসেছে যা আপাতত মুলতুবি করে রাখা হয়েছে।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments