কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার ভদ্রেশ্বর ইউকো ব্যাংকের ম্যানেজার।ধৃতের নাম সৌমিত্র মির্দ্দা(৫৭)…সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাংকের জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরুপ করা হয়।বিষয়টি নজরে আসতে নিজেদের মত করে তদন্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।সাসপেন্ড করা হয় ম্যানেজারকে।ভদ্রেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়।ভদ্রেশ্বর থানার পুলিশ ব্যাংক ম্যানেজারকে তার বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে।আজ ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়।সৌমিত্র মির্দ্দার সঙ্গে আর কে কে জরিত তার খোঁজ করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ধৃতদের 8 দিনের হেফাজতে নিয়ে জেরা করবে ।এর সৌরভ বিশ্বাস সমেত দুজন গ্রেফতার হয়।