সাম্প্রতিক কোভিড ১৯ সংক্রমণের জন্য সরকারি বিধিনিষেধ নিয়ে আজ শ্রীরামপুর পৌরসভায় এক জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন SDO শ্রী সম্রাট চক্রবর্তী,ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী নীশিথ ভাস্কর পাল, শ্রীরামপুর পৌরসভার প্রশাসক শ্রী গৌর মোহন দে,উপ প্রশাসক শ্রী উত্তম নাগ, প্রশাসক বোর্ডের সদস্য শ্রী সন্তোষ কুমার সিং, বড়োবাবু শ্রী উৎপল ব্যানার্জী,S.I শ্রী অনুজ ব্যানার্জী, I.T শ্রীমতি ঈষিতা রায় ও নোডাল অফিসার শৌভিক পান্ডা।