ক্রমশ শক্তি বাড়াচ্ছে নতুন বছরের প্রথম সাইক্লোন। আগামীকাল এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর সোমবারের মধ্যে এটাকা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে স্থলভাগের উপর। আরে ঘূর্ণিঝড় এর জেরে আন্দামানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।তবে এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার আবহাওয়ার কোনো পরিবর্তন হবে কিনা সেটা এখনও সম্পূর্ণ ভাবে জানা যায়নি।আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে্য২থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রির আশে পাশে থাকবে। ইতিমধ্যেই মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উঠেছে।ফলে আগামী ৫ দিন মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আগামী পাঁচ দিন দুই বঙ্গ শুষ্ক থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় আসছে বলে দাবদাহ থেকে রেহাই পাওয়ার কোনো আশা নেই। উলটে তাপমাত্রা বৃদ্ধিতে আরো শক্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।