কিছুদিন আগেই কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি আইন প্রত্যাহারের কথা বলে তিনি বলেন কৃষকরা যাতে নিজেদের জীবনে আরো একবার ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করে দেবে সরকার। দীর্ঘ এক বছর চলা আন্দোলনের পর এই ভাবে কৃষকদের সামনে সরকারের মাথা নত করার বিষয়টি সকলের সামনে বারবার তুলে ধরেছেন বিরোধীরা।
সম্প্রতি এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কিছু সিদ্ধান্ত সরকার অবশ্যই নিয়েছিল যা সাধারণ মানুষ বুঝতে পারেনি কিন্তু এই সিদ্ধান্তের পেছনে সরকারের উদ্দেশ্য সৎ ছিল। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, সমালোচকরা আজ একমত হবেন যে গত বেশ কয়েক বছরে আমাদের ভারতবর্ষে অনেক কিছু পাল্টে গেছে।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ তুলতে পারেনি কেউ। যেভাবে কেন্দ্রীয় সরকার মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে তারা সত্যিই প্রশংসনীয়। কৃষক আইন এর ক্ষেত্রেও সরকার কৃষকদের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তা বুঝতে সক্ষম হয়নি কৃষকরা।