গঙ্গারামপুর: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে গঙ্গারামপুরে পালিত হলো বসন্ত উৎসব।বৃহস্পতিবার গঙ্গারামপুর কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব।এদিন সকালে বিদ্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।এরপর শোভাযাত্রাটি বেলবাড়ি, পালপাড়া,কালিতলা,চৌপথি হয়ে ফের বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।এদিন বসন্ত উৎসব ঘিরে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের পড়ুয়ারা।প্রসঙ্গত করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান।যার কারণে সমস্ত ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছে ছাত্র-ছাত্রীরা।এদিকে শিক্ষা প্রতিষ্ঠান চালু হতেই ছাত্র ছাত্রীদের নিয়ে সাড়ম্বরে বসন্ত উৎসব পালনের উদ্যোগ নিলো গঙ্গারামপুরের কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার।এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার বলেন।