HomeNewsগঙ্গারামপুর ( বালুরঘাট) : দ্রুত হিমঘরে আলু রাখার দাবিতে ৫১২ নম্বর জাতীয়...

গঙ্গারামপুর ( বালুরঘাট) : দ্রুত হিমঘরে আলু রাখার দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়কে আলুর বস্তা ফেলে বিক্ষোভ কৃষক এবং গাড়ি চালকদের

spot_img
- Advertisement -
https://youtu.be/gtfA8Rs3clo

গঙ্গারামপুর ( বালুরঘাট) : দ্রুত হিমঘরে আলু রাখার দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়কে আলুর বস্তা ফেলে বিক্ষোভ কৃষক এবং গাড়ি চালকদের।ঘটনায়,, চাঞ্চল্য এলাকায়।রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদীঘি বহুমুখী হিমঘরের সামনে।পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।কৃষকদের দাবি দ্রুত হিমঘরে আলু রাখার কাজ সম্পন্ন করতে হবে।উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘিতে অবস্থিত গঙ্গারামপুর এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির বহুমুখী হিমঘর।প্রতিবছরের মতো এবারেও চলতি মাসের ১০তারিখ থেকে শুরু হয়েছে হিমঘরে আলু রাখার কাজ।হিমঘরে আলু রাখতে ৫১২নং জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে কৃষকদের নানান যানবাহন।কৃষকদের অভিযোগ চার থেকে পাঁচ দিন ধরে লাইনে দাঁড়িয়েও থাকলেও হিমঘরে আলু রাখতে পারেনি তারা।তার কারণে অর্থ এবং সময়ে দুই ব্যয় হচ্ছে তাদের।এমনই অভিযোগ তুলে রবিবার দুপুরে হিমঘরের সামনে 512 নম্বর জাতীয় সড়কে আলুর বস্তা ফেলে বিক্ষোভ দেখায় শতাধিক কৃষক।এর আগেও গতদুদিন আগে একই এলাকায় পথ অবরোধ করেছিলেন কৃষকরা।যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ও হিমঘর কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় হিমঘরে আলু রাখার কাজ।এ বিষয়ে কি বলছে বিক্ষোভকারী কৃষকরা বলেন। এই বিষয়ে গঙ্গারামপুর এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির সভাপতি জয়ন্ত দাস

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments