
নিজস্ব প্রতিবেদন (সাংবাদিক সুজাতা দে ): গতকাল সকাল আন্দাজ ১১.৩৫, যাদবপুরের এইট-বি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁদছে এক কিশোর। কী ব্যাপার? খোঁজ নিতে এগিয়ে আসেন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম। জানতে পারেন, ঢাকুরিয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ওই কিশোর, স্কুলে ICSE প্রি-বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সাড়ে এগারোটায়, অথচ সে সময়মত পৌঁছতে পারেনি। একটি রাজনৈতিক সমাবেশের ফলে বন্ধ হয়ে রয়েছে যাদবপুর বেঙ্গল ল্যাম্প মোড়। বৃত্তান্ত শুনে আর দেরি করেননি সপ্তর্ষিবাবু । নিজের বাইকে বসিয়ে ওই ছাত্রকে মিনিট পাঁচেকের মধ্যে স্কুলের গেটে শুধু পৌঁছেই দেননি, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে পরীক্ষা শেষ করার জন্য যাতে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়, তারও ব্যবস্থা করেছেন।