শৌর্যদীপ সান্যাল এই প্রজন্মের এক তরুণ জনপ্রিয় গায়ক – গীতিকার। দুবছর আগে জানুয়ারি মাসেই তার কথায় ও সুরে তৈরী হয়েছিল বেসিক অ্যালবাম ‘ তুই কদ্দুর’ এর জন্মদিন উপলক্ষেই এই আয়োজন। গোটা অনুষ্ঠানটি জুড়ে তিনি পরিবেশন করলেন তার নিজের গান এবং নব্বই দশকের কিছু জনপ্রিয় বাংলা আধুনিক গান। কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠানের সবকটি দর্শক আসন ছিল পরিপূর্ণ। গানের ফাঁকে ফাঁকে আড্ডার মেজাজে নানা রকম সিরিয়াস বিষয়ের উত্থাপন ও তাতে দর্শকদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়। গান ছাড়াও অনুষ্ঠানের একদম প্রথমার্ধে ছিল অতনু জানার প্রথম উপন্যাস ‘ঘূর্ণাবর্তে’ এর প্রচ্ছদ উন্মোচন। উপস্থিত ছিলেন বইটির প্রকাশক প্রসেনজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট কবি পিনাকী রায়।