জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পক্ষ থেকে, ১৪৪৬ হিজরী পবিত্র আশুরা ১০ ই মহরম উদযাপন উপলক্ষে- দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ধর্মের, সকল দলের লোকদের কে দাওয়াত করেছেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন সম্পুর্ন করে, ত্রিমোহনি বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে- জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির বলেন – জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু, মহাসাধক, মহাতাপস বিশ্বওলী, খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেব, পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে, যখন মানুষ জলে স্থলে, অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না । স্রষ্টার গজবে পরিয়া ভেঙে চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে, সেই সময় সন্নিকটে, প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, যে কোন সময় ধ্বংসাত্মক প্রলয়ংকারী ঘটনা ঘটে ও যেতে পারে । বিশ্বযুদ্ধের আশঙ্কা, এবং দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত আছে, চতুর্দিকে বিপদ আর বিপদ, তাই সকলকে আহ্বান, যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান, তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন । এবং পবিত্র আশুরা ১০ ই মহরম উদযাপন হবে- বিশ্ব জাকের মঞ্জিল, ২২রশি -সদরপুর- ফরিদপুর সকলেই যোগ দিন বলেন ডাঃ জুয়েল কবির।