জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পক্ষ থেকে, – ১৪৪৬ হিজরী সনের পবিত্র আশুরা ১০ ই মহরম উদযাপন উপলক্ষে দেশবাসী জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন। স্থান বিশ্ব জাকের মঞ্জিল- ২২রশি- সদরপুর- ফরিদপুরে অনুষ্ঠিত হবে ।
জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির বলেন- জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু, বিশ্বওলী, খাজাবাবা, ফরিদপুরী কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান – বাবা এমন সময় আসবে মহান স্রষ্টা তামাম পৃথিবীতে লোহার মই টানবেন। স্রষ্টার গজবে পরিয়া -ভেঙে চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে, সেই সময় সন্নিকটে। যা আপনারা ইতিমধ্যে দেখতেছেন, প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে। বিশ্বযুদ্ধের আশঙ্কা, এবং দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত আছে । চতুর্দিকে বিপদ আর বিপদ । তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান। যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান । তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। তাহলেই শান্তি, তাহলেই মুক্তি, এবং পবিত্র আশুরা ১০ই মহরম উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল,- ২২রশি -সদরপুর- ফরিদপুরে সকলকেই যোগদিন। বলেন ডাঃ জুয়েল কবির।