ভোকাল ইঞ্জুরি সারিয়ে আবারও ভক্তিগীতি শোনাতে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটা অনুষ্ঠান আছে যা তার অফিসিয়াল পেজ থেকে আগামীতে প্রকাশ করা হবে। এছাড়াও অনেক অনুষ্ঠানের ইনকয়ারি আসছে। এরই মধ্যে তিনি শুরু করেছেন নিয়মমাফিক প্রতিদিন সকালের রেওয়াজ, সঙ্গীতমের ছাত্র ছাত্রীদের গানের ক্লাস নেওয়া, যন্ত্রশিল্পীদের সাথে প্রতিদিন চলছে রিহার্সাল। অদিতি মুন্সী তার গানের অনুষ্ঠান নতুন ভাবে সাজিয়ে তুলছেন আপনাদের জন্য। নতুন বাদ্য যন্ত্রর সাথে আরও অনেক কিছু তিনি সংযোজন করতে চলেছেন তার গানের অনুষ্ঠানে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শিল্পী জানান ” গলার জন্য সাময়িক বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিসেম্বর থেকে নতুনভাবে জোর কদমে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হরিনামে মেতে উঠবো আমরা। আমি সকল শ্রোতাদের ধন্যবাদ জানতে চাই, তাদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার গানে ফিরতে চলেছি। আসলে গান ছাড়া তো আমার আর কোনও অস্তিত্ব নেই। আমি আবার আপনাদের সাথে কৃষ্ণ নামে মাতোয়ারা হব । আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে মঞ্চে ফিরছি। অনেক ডিজিটাল পোর্টাল আমার মৃত্যু সংবাদও প্রকাশ করেছিলো গলা খারাপের খবর শুনে, তাদের সকলের জন্য দুঃখ প্রকাশ করছি। একটাই কথা বলব সবাইকে আমি আছি, ভালো আছি ,সুস্থ আছি ,গানে আছি, প্রাণে আছি।”