HomeNewsগার্গী পাঠশালার সূচনার মাধ্যমে বিহারে শিক্ষার নতুন দিগন্তের সূচনা: এনইএফ(NEF )-এর রূপান্তরমূলক...

গার্গী পাঠশালার সূচনার মাধ্যমে বিহারে শিক্ষার নতুন দিগন্তের সূচনা: এনইএফ(NEF )-এর রূপান্তরমূলক উদ্যোগ

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,জাতীয় শিক্ষা ফোরাম (NEF), বিহার চ্যাপ্টার, লেটস ইন্সপায়ার বিহারের সহযোগিতায় কলকাতা প্রেস ক্লাবে এক গুরত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পরিবর্তন আনার লক্ষ্যে একাধিক যুগান্তকারী উদ্যোগের ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিল “গার্গী পাঠশালা” নামক একটি সমাজমুখী শিক্ষাকেন্দ্রের শুভ সূচনা। এটি একটি বিনামূল্যের শিক্ষা কেন্দ্র, যা বিশেষভাবে নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্থাপিত হচ্ছে। শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, এই পাঠশালায় প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জীবনদক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচিরও ব্যবস্থা থাকবে।

এই ব্যতিক্রমী উদ্যোগটি বিহারের আইজি বিকাশ বৈভবের অনুপ্রেরণায় বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, “গার্গী পাঠশালা হবে এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা হবে ক্ষমতায়নের হাতিয়ার। নারী ও শিশুদের জন্য এটি হবে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক অনন্য মঞ্চ।”

এনইএফ(NEF) বিহারের রাজ্য সমন্বয়কারী, জেলা প্রতিনিধিসহ একাধিক বিশিষ্ট অতিথি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা আগামী দিনে বাস্তবায়িত হতে চলা কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে:

শিক্ষকদের জন্য দক্ষতা ও ক্ষমতায়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি,গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীদের জন্য উন্নয়ন প্রকল্প
,স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে পরিচালিত শিক্ষা মডেল অংশগ্রহণমূলক ও সহযোগিতামূলক শিক্ষার প্রসার।
জাতীয় শিক্ষা ফোরাম দীর্ঘদিন ধরেই দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছে। বিহার চ্যাপ্টারের মাধ্যমে রাজ্যের প্রেক্ষাপটে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই উদ্যোগগুলি বাস্তবায়িত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি হতে পারে সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।”

NEF-এর এই উদ্যোগের মূল বার্তা—“আসুন, বিহারকে অনুপ্রাণিত করি।”
এই আহ্বানকে সামনে রেখেই তারা এগিয়ে চলেছে এক শিক্ষিত, সমতা-ভিত্তিক ও আত্মনির্ভর বিহার গঠনের লক্ষ্য নিয়ে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments