, বালুরঘাট, ২৭ মার্চ––– গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে পাচারের আগেই প্রায় পাঁচ লক্ষ টাকার চন্দন কাঠ উদ্ধার করল বিএসএফ বাহিনী । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শিবরামপুর বিওপি সীমান্ত এলাকার ঘটনা । পাশাপাশি সানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা আটক করে ১৩৭ নং ব্যাটেলিয়নের বিএসএফ । যদিও দুটি ঘটনাতেই কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি ।১৩৭ নং ব্যাটেলিয়ন বিএসএফ সূত্রের খবর, সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে প্রায় ৫০ কেজি চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল । গোপন খবরে এলাকায় হানা দিতেই চন্দন কাঠের গুড়ি গুলি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিরা । উদ্ধার কাঠগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ বাহিনি । অন্যদিকে ১০টি কালো প্ল্যাস্টিকের প্যাকেটে অবৈধ গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল চোরাকারবারিরা । বিএসএফের হানায় সেগুলি ফেলে পালিয়ে যায় তারা । যেগুলির বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা । বিএসএফ জানিয়েছে, উদ্ধার গাঁজা পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।