নিজস্ব সংবাদদাতা সম্পা :১৮ই ফেব্রুয়ারি গড়িয়াহাট মোড়ে দাবার প্রতিযোগিতা হলো অল বেঙ্গল একদিনের ওপেন চেস টুর্নামেন্ট যেখানে বহু দূর দূর থেকে খেলোয়াররা অংশগ্রহণ করেছেন।
এই খেলার মাধ্যমে বুঝিয়ে দিল বয়স শুধুই নিছক একটা সংখ্যা। যেখানে দুই প্রজন্ম চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে একে অপরকে।একজন দাবারু ওপর জনকে বিট করে চ্যালেঞ্জ করছে দাবার চালের মাধ্যমে। এবছর ১৬০ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে।দাবা খেলার কিন্তু বিভিন্ন উপকারিতা আছে বুদ্ধি বৃদ্ধি,একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ,চাপ সহ্য করার ক্ষমতা বাড়াতে দাবা খেলা কিন্তু সাহায্য করে সেই কথা মাথায় রেখেই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘গোরা বসু মেমোরিয়াল ওপেন চেস’ অর্গানাইজেশন ২০০৬ সাল থেকে দাবা খেলার প্রতিযোগিতা আরম্ভ করেন।প্রথমে আঞ্চলিকভাবে ছোট আকারে খেলার শুরু হলেও সময়ের সাথে সাথে খেলোয়ারদের অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রশংসা পাচ্ছে। এছাড়াও গড়িয়াহাটের মোড়ে এমন ওপেন জায়গায় সফলতার সঙ্গে দাবা খেলা যায় সেই পথ দেখাচ্ছেন ‘গোরা বসু মেমোরিয়াল ওপেন চেস’ অর্গানাইজেশন।
বয়স গ্রুপভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা ছিলো। খেলোয়াড়দের মধ্যে উৎস ও বৃদ্ধি করতে এই পুরস্কারের ব্যবস্থা।
অরগানাইজড করেছে গরিয়াহাট চেস ক্লাব, রেকোগনাইজড করেছে সারা বাংলা দাবা সংস্থা / কলকাতা ডিসট্রিক্ট চেস এসোসিয়েশন। মিডিয়া প্রমোশনে ছিলো “hello Kolkata”
উপস্থিত ছিলো অর্গানাইজেশন সেক্রেটারি অভিজিৎ সাহা, রাজ্য দাবা সংস্থার প্রাক্তন সম্পাদক উদয়নকান্তি ঘোষ, সেক্রেটারি ধ্রুবজ্যোতি দাস,গোরা বসু মেমোরিয়াল ওপেন চেস’ অর্গানাইজেশনের বিভিন্ন পদাধিকারী সহ প্রতিযোগিরা।