জসপ্রীত বুমরা বোলিং করার সময়ে গোড়ালি মচকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে বাধ্য হলেন। আপাতত দলের ফিজিও বুমরার চোটের ওপর নজর রাখছে।বুমরার বদলে ফিল্ডার হিসাবে নেমেছেন শ্রেয়স আইয়ার।দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১১তম ওভারের ঘটনা।পঞ্চম বল করার পরেই মাটিতে পড়ে যান তারকা।বুমরার মারাত্মক চোট সত্ত্বেও ভারত সেঞ্চুরিয়ন টেস্টে যথেষ্ট ভাল পজিশনে। দিনের শুরুতে ব্যাটিং ব্যর্থতায় ভারত মাত্র ৩২৭-এ থেমে গেলেও দক্ষিণ আফ্রিকাকে কিছুক্ষণের মধ্যেই ভারত ৩৩/৪ করে দেয়।