নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): তৃতীয় টেস্টের চতুর্থ দিন থেকে ভারতীয় দলে ফিরতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার রাতে পারিবারের জরুরি প্রয়োজনে রাজকোট থেকে বাড়িতে চলে যান তারকা অফ স্পিনার। বিসিসিআইয়ের তরফে একথা বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। একইসঙ্গে কঠিন পরিস্থিতিতে বোর্ড যে অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে আছে সেই বার্তাও দেওয়া হয়। তারকা স্পিনার যে আবার দলে ফিরতে চলেছেন রবিবার সেকথা ঘোষণা করল বিসিসিআই।
উল্লেখ্য, তৃতীয় টেস্ট থেকে পারিবারিক কারণে নাম তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও পরিবারে কী হয়েছে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, বিষয়টি গোপন রাখার জন্য বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন অশ্বিন এবং তাঁর পরিবার। চতুর্থ দিন থেকে তাঁর দলে ফেরার খবরে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট।