HomeKolkataচরম ব্যস্ত দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক মোড়, যান চলাচল সামলাচ্ছেন ইস্ট ট্রাফিক...

চরম ব্যস্ত দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক মোড়, যান চলাচল সামলাচ্ছেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট অভিষেক কুমার সিনহা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিবেদন :(সাংবাদিক সুজাতা দে ) গতকাল সকাল ১০.৪৫। চরম ব্যস্ত দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক মোড়, যান চলাচল সামলাচ্ছেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট অভিষেক কুমার সিনহা। প্রবল ব্যস্ততার মধ্যেও তার নজর যায় রাস্তায় পড়ে থাকা একটি ওয়ালেটের ওপর। কারোর পকেট থেকে পড়ে গেছে, নিশ্চিত। ওয়ালেটে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ বেশ কিছু দরকারি জিনিসপত্র। তার মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লা মার্টিনিয়ার শাখার ডেবিট কার্ড দেখতে পান অভিষেক বাবু , এবং ওয়ালেটের মালিকের দুশ্চিন্তার কথা ভেবে তাঁকে খুঁজে বের করার ও ওয়ালেট ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন, অভিষেক বাবু, ব্যাংকের শাখার সহযোগিতায় পাওয়া যায় কার্ড মালিকের ফোন নম্বর। বিলম্ব না করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন অভিষেক বাবু , এবং কিছুক্ষণের মধ্যেই ওয়ালেট ফেরত নিতে হাজির হন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অহীন্দ্র বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে নিজের চিকিৎসা করাতে কাছাকাছি একটি নার্সিং হোমে আসেন তিনি। কার্ড-সহ ওয়ালেট কখন রাস্তায় পড়ে গেছে, টেরই পাননি। শুধু যে চিকিৎসার পর বিল মেটাতে গিয়ে বিপদে পড়তেন তাই নয়, কোনও অসাধু ব্যক্তির হাতে তাঁর কার্ডগুলি পড়লে কী হতে পারত, তা ভেবেও আতঙ্ক অনুভব করেন এই বর্ষীয়ান নাগরিক। ওয়ালেট ফেরত পেয়ে অভিষেক বাবুকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, এবং কুর্নিশ জানিয়েছেন অভিষেক বাবুর কর্তব্যবোধকে.

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments