নিজস্ব সংবাদদাতা
(রিয়াঙ্কা দাস)
কাঁচরাপাড়া
চলতি বছরে, Tata Steঔel 25 k run অনুষ্ঠিত হবে 15 ই ডিসেম্বর। এবারের পুরস্কারের মূল্য ১লক্ষ ৪২ হাজার ২১৪ মার্কিন ডলার। যেখানে অংশগ্রহণ করবে ভারত এবং আফ্রিকার সহ আন্তর্জাতিক মঞ্চের প্রথম সারির athlete রা। এবারে এই প্রতিযোগিতার দুই ambassador হলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। বুঝবার মধ্য কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হয়ে গেল এই প্রতিযোগিতার লোগো উদ্বোধন।