শাঁওলি মিত্র ছিলেন বাংলা থিয়েটার ও সিনেমার অভিনেত্রী। ৭৩ বছরেই চলে গেলেন আজ৷ তিনি ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রে বংগবালা চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা এবং তার পিতামাতাও থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশতজন্মবর্ষ উদ্যাপন সমিতির একজন চেয়ারপার্সন ছিলেন। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিল।বাংলা আকাদেমির সভাপতি ছিলেন। ১৯৯১ সালে আনন্দ পুরষ্কারে ভূষিত হন ‘নাথবতী অনাথবৎ এর জন্য ৷ ২০০৩ সালে পান সংগীত নাটক আকাদেমি পুরষ্কার। ২০০৬ সালে পান নরওয়ের সংস্কৃতি মন্ত্রকের ” দ্য ইবসেন সেন্টেনিয়াল অ্যাওয়ার্ড৷ ২০০৯ সালে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মান পান