HomeCountryচাঁদমামাতে এবার বেড়ানো যাবে, চন্দ্রযানের সাফল্যের পরে বললেন মোদী, নতুন মিশনের ঘোষণা

চাঁদমামাতে এবার বেড়ানো যাবে, চন্দ্রযানের সাফল্যের পরে বললেন মোদী, নতুন মিশনের ঘোষণা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বুধ সন্ধেয় চন্দ্রযানের চাঁদে অবতরণের সময়ে ইসরোর সরাসরি সম্প্রচারে বিক্রম ল্যান্ডারের পাশে অর্ধেক স্ক্রিন জুড়ে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । চন্দ্রযান (Chandrayaan 3) সফল ভাবে চাঁদে অবতরণ করতেই কালবিলম্ব না করে জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চোখের সামনে এভাবে ইতিহাস তৈরি হওয়া যখন আমরা দেখতে পাই, জীবন ধন্য হয়ে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এই মুহূর্ত উন্নত ভারতের শঙ্খনাদের, এই মুহূর্ত ভারতের জয় ঘোষণা করছে। এই মুহূর্ত জয়ের চন্দ্রপথে চলার মুহূর্ত।’

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে অবতরণ করেছে চাঁদের মাটিতে। ঠিক শেয এক কিলোমিটারে ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধান মন্ত্রী। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ওঠেন প্রধানমন্ত্রী। তার পর তাঁকে দেখা যায় ভারতের পতাকা দোলাতে। ভার্চুয়াল মাধ্যমে ছোট পরিসরের সঙ্গে সাযুজ্য রেখেই আকারে ছোট জাতীয় পতাকা হাতে নিয়েছিলেন মোদী। কিছু ক্ষণ পরে শুরু হয় তাঁর বক্তৃতা। চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং ১৪০ কোটি ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন ‘‘আমরা ভারতে পৃথিবীকে মা বলি আর চাঁদকে বলি মামা। ভারতের শিশুদের মায়েরা এতদিন বলে এসেছেন, ‘চন্দামামা দূর কি হ্যায়’ (ওই দূরে চাঁদমামা)। আমার বিশ্বাস খুব শিগগিরই ভারতের আগামী প্রজন্মের শিশুরা বলবে ‘চন্দামামা ট্যুর কি হ্যায়’ (চাঁদমামা বোড়ানোর জায়গা)।’’

প্রধানমন্ত্রী এদিন বলেন, ভবিষ্যতের জন্য আমাদের আরও কর্মসূচি রয়েছে। সূর্যের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য ইসরো শীঘ্রই আদিত্য-এলওয়ান মিশন শুরু করতে চলেছে। এবার শুক্র গ্রহও ইসরোর কর্মসূচিতে রয়েছে। হিউম্যান ফ্লাইট মিশনের প্রস্তুতিও চলছে। ভারত বারবার প্রমাণ করছে, দেশের সাফল্যের কোনও সীমা নেই।

প্রধানমন্ত্রীর কথায়, “আজকের এই দিন দেশ চিরকাল মনে রাখবে। এই দিন আমাদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে। হেরে গিয়েও কীভাবে জিতে ফিরে আসা যায় তা আজকের দিন মনে করাবে। তাই আবারও ইসরোর সমস্ত বৈজ্ঞানিকদের ধন্যবাদ ও অভিনন্দন।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments